মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : “ডেঙ্গু প্রতিরোধে আমরা টিটিসি, সাথে চাই সচেতন প্রতিবেশী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি করেছে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
আজ রবিবার (৬ আগস্ট) সকালে শিবপুর উপজেলার শাষপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গন থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
সচেতনতামূলকর্যালির নেতৃত্ব দেন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত। এসময় রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সিরাজুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন, অটোমোটিভ এন্ড ড্রাইভিং কোর্সের বিভাগীয় প্রধান আবদুল হান্নান মোল্লা, জব প্লেসমেন্ট কর্মকর্তা রুবেল রানাসহ প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিভাগের প্রশিক্ষনার্থী র্যালিতে অংশগ্রহণ করেন।