নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নরসিংদীতে আরো ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আজ বুধবার (২ আগস্ট) সকালে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম।
নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে আজ পর্যন্ত মোট ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়।
নরসিংদীর সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় প্রাইভেট হাসপাতালে ২ জন ও সরকারি হাসপাতালে ৪৩ জন সহ মোট ৪৫ জন নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২৯ জনসহ মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৪ জন।
এদের মধ্যে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে ৪৯ জন, জেলা সদর হাসপাতালে ১৮ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি হয়। হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় ২৬ জন ছাড় পেয়েছেন।
এ বছর নরসিংদী জেলায় আজ পর্যন্ত ৪২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ১ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়াও প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভীড় বাড়ছে জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে।