নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে নিজের ১৬ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ পিতা খোকন মিয়া (৫৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত খোকন মিয়া শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।
এ ঘটনায় গতকাল শনিবার (২২ জুলাই) রাতে শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য জানান, মামলার আইও মো: কাইউম।
মেয়ের মা নার্গিস বেগম জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগী মেয়ে খাটের উপরে একা ঘুমিয়ে ছিল। আর তার বাবা খোকন মিয়া ও তার মা নার্গিস বেগম নীচে বিছানা করে ঘুমিয়ে থাকে। রাত আনুমানিক ১০ টার দিকে স্ত্রীকে ঘুৃমন্ত অবস্থায় রেখে মেয়েকে ধর্ষণের উদ্দেশ্যে খাটের নিচ থেকে উপরে উঠে বাবা খোকন মিয়া।
পরে তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করতে গেলে চেঁচামেচি শুরু করে। এতে মেয়ের মা ও পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে উঠে। এসময় মেয়ে তার মাকে জানায়, প্রায় ১ মাস আগে বাবা আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসব ঘটনা বলার পর বাবা ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার মাকে মারধরের ভয় দেখিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার বলেন, মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত খোকন মিয়াকে নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়েছে।