এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত সংবাদপত্রের ৭ হকারের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান৷ আজ বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টায় রায়পুরা উপজেলা পরিষদ মাঠে এই বাইসাইকেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেনের সভাপতিত্ব ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, ইমাম ও মুয়াজ্জিনগণ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে। প্রতিটি মসজিদে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক আলোচনা করতে হবে। এর মাধ্যমেই গ্রামের সাধারণ মানুষদের সচেতন করা যাবে। এছাড়াও বর্ষা সময়ে নদী পাড়ে গাছের চারা রোপন করার পরামর্শ দেন তিনি।
এর আগে সকালে রায়পুরা উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও চরাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি।