মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি শরিফ মোঃ হেলাল উদ্দিন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার,
পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, দুলালপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা, চক্রধা ইউপি চেয়ারম্যান বেনুজির আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, বিভিন্ন গবাদিপশুর হাটের ইজারাদারগন উপস্থিত ছিলেন।
সভায় ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানী পশুর হাটে নিরাপত্তা, নির্ধারিত স্থানে জবাই করা, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং মহাসড়ক যানজট মুক্ত রাখা ও স্থানীয় পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।