1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে আল ইনাসাফ সমাজ কল্যাণ সংস্থার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় নরসিংদীতে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবিতে মানববন্ধন নরসিংদীতে অর্থনৈতিক শুমারির উদ্বোধন বেলাবতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজন গ্রেপ্তার রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত মুক্তিযুদ্ধের সংগঠক পলাশের আবদুল হাসিমের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন পলাশে মঈন খানের নির্দেশে দেয়ালে গ্রাফিতির উপর লাগানো পোস্টার অপসারণ নরসিংদীতে মরহুম কামাল মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিপু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন নরসিংদীর বেলাবতে পুত্রবধূকে ধর্ষণ, শশুর গ্রেপ্তার

নরসিংদীতে প্রবীণ আ.লীগ নেতার জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৭৩ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়ার জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার পূর্ব দত্তপাড়া ঈদগাহ মাঠে জুম্মা নামাজের পর তাঁর জানাজা সম্পন্ন হয়। এর আগে তিনি গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) বেলা আড়াইটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

এসময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিম, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব সহ জেলা আওয়ামীলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

পরিবার সূত্রে জানা যায়, মতিন ভূঁইয়া দীর্ঘ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন কয়েকবার ঢাকা থেকে চিকিৎসা করিয়ে নিয়ে আসা হয়েছে পরে গত মঙ্গলবার (১৩ জুন) আরো বেশি অসুস্থ্য হয়ে পরলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

পরে বৃহস্পতিবার (১৫ জুন) বেলা আড়াইটার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে নরসিংদীর পূর্বদত্তপাড়া কবরস্থানে প্রবীণ এই আ.লীগ নেতার মরদেহ দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে নরসিংদীর আওয়ামীলীগ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT