1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
খোকা : আমীর হামজা (রাসকিন আহমেদ জুয়েল) নরসিংদীর রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২  বেলাবতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় গর্ভবতী মায়ের অপুষ্টিতে ভোগা শিশুর মেধা বিকাশে অন্তরায় তেমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সফলতায়ও : আমির হামজা মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ, আহত ২৫ পলাশে শিশু হত্যার অভিযোগে যুবকের যাবজ্জীবন ত্যাগী নেতা মাসুদ রানাকে আগামীদিনে মূল্যায়ন করবে বেলাব উপজেলাবাসী পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থীও বিএনপির সংঘর্ষ, আহত ২০ পলাশে কীটনাশকের দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক

শিবপুরে ভূয়া ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন, অর্থ আদায়

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩৭১ বার

শেখ মানিক : নরসিংদী পুলিশের গোয়েন্দা শাখার সদস্য ভূয়া (ডিবি পুলিশ) পরিচয়ে এক ব্যবসায়ীর কর্মচারীকে তুলে নিয়ে দুইদিন নির্যাতন করে অবৈধভাবে অর্থ আদায়, জোরপূর্বক স্বীকারোক্তি মূলক মাদকের বিষয়ে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন, উপজেলার বাজনাব গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে খোকা মোল্লা ওরফে গুলজার ও পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের লামপুর এলাকার আলতাফ গাজীসহ অজ্ঞাত আরও কয়েকজন।

ভুক্তভোগীরা জানান, বাজনাব এলাকার খোকা মোল্লা ও পলাশ উপজেলার লামপুরের আলতাফ গাজী দুইজনের যোগসাজশে গত ২২ মে সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাজনাব বাজার থেকে রবিউল ইসলামের ফার্নিচারের দোকানের কর্মচারী জিয়ারুলকে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল দিয়ে তুলে নেওয়া হয়।

টাকা না পেয়ে বাজনাব খোকার চাচাতো বোনের বাড়ি, তেলিয়া আলতাফ গাজীর বোনের বাড়ি ও পরের দিন ২৩ মে সকালে লামপুর আলতাফ গাজীর বাড়িতে নিয়ে আটক রেখে নির্যাতন করে অর্থ হাতিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং মাদকের বিষয়ে জোরপূর্বক স্বীকারোক্তি মূলক ভিডিও ধারণ করা হয়েছে। ৩৪ হাজার টাকা থেকে দরকষাকষি করে দুই দিন নির্যাতন করার পরে দুই হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। টাকাটা খোকা মোল্লার বিকাশে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা এ ঘটনায় শিবপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

শিবপুর মডেল থানার এসআই মুক্তার হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।

এ বিষয়ে আলতাফ গাজী জানান, খোকা মোল্লা ওই ছেলেকে তেলিয়া বোনের বাড়ি ও পরে আমার বাড়ীতে নিয়ে আসছে।

এব্যপারে খোকা মোল্লা জানান, আমাকে যারা মারধর করেছে তারাই আবার মিথ্যা অভিযোগ দিয়ে সমাজে আমাকে হ্যায় প্রতিপন্ন করতে চেষ্টা করছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT