সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বোনের বাড়ীতে বেড়াতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু’র ঘটনা ঘটেছে। বুধবার (২৪ মে) বাঘবের গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ মনোহরদী উপজেলার নয়ানগর গ্রামের মৃত করম আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে নিহতের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়। এ তথ্য নিশ্চিত করেন বড়চাপা ইউপি চেয়ারম্যান সুলতান উদ্দিন।
স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বোনের বাড়ীতে বেড়াতে যাওয়ার পর বিকেলে গাছে কাঁঠাল পাড়তে উঠে আব্দুল্লাহ। পরে দুর্ঘটনাক্রমে কাঁঠাল গাছের উপর থেকে নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় তিনি। স্বজনরা ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধার দিকে তার মৃত্যু হয়।
বড়চাপা ইউপি চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, নিহত আবদুল্লাহ বছর খানেক আগে বিদেশ থেকে এসেছেন এবং নতুন করে আবার বিদেশ যেতে টাকাও জমা দিয়েছিলেন।