আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে প্রবীণ-ত্যাগী রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঐক্য ন্যাপের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার, জননেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড পঙ্কজ ভট্রচার্যের শোক প্রয়াণে শোক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) বিকালে উপজেলার চর উজিলাব মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে ঐক্য ন্যাপ, মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও চর উজিলাব ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই শোক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চর উজিলাব ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু রঞ্জিত কুমার সাহা,
নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারণ রায়, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, সাংবাদিক হলধর দাস,বেলাব উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভাটের উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল,
বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সদস্য মোছাঃ রহিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আফ্রাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন শান্তি, বীর মুক্তিযোদ্ধা কবি আঃ হাসিম’সহ প্রমুখ।