নরসিংদী প্রতিনিধি : নরসিংদী বেলাবতে মাত্র ৪ গন্ডা জমির জন্য বিল্লাল হোসেন ( ৪০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।এসময় আহত হয়েছে নিহতে স্ত্রী শামিমা আক্তার (২৬), ভাই ডালিম (৩২), জাহানারা বেগম (৩৮) ও ভাতিজা আনোয়ার হোসেন।
আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার পর ভর্তি করা হয়েছে। সোমবার (২২মে) বেলাব উপজেলা বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ দিন ধরে নিহত বিল্লাল হোসেনের সাথে ৪ গন্ডা জমি নিয়ে প্রতিবেশি ইয়াসিন মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া জুয়েল মিয়ার দ্বন্ধ চলে আসছে। এঘটনার জের ধরে সোমবার দুপুরের স্থানীয় ময়মুরুব্বি ও কিছু সংখ্যক গ্রামবাসীদের উপস্থিতিতে একটি সালিশ বসে। ওই সালিশে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে সালিশটি বন্ধ হয়ে যায়।
এরপর অভিযুক্ত জুয়েলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের ভাড়া করা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে বিল্লালের বাড়িতে হামলা করে। এসময় তারা লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে বিল্লাল ও তার স্ত্রী শামিমা আক্তার, ভাই, ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে আসলে বিল্লালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ সাংবাদিকদের জানান, বিষয়টি সম্পর্কে আমরা জানতে পেরেছি। ঘটনার পরপর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় এখনো কোনো অভিযোগ কেউ দায়ের করেনি। তবে আমরা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করবো।