নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে নবদম্পত্তিকে আটক করে মারধর ও স্বর্ণালংকার লুটের মামলায় পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের ব্যক্তিগত সহকারী মাছুম হাসান শুভ’র জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার পিংকি এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সহকারী প্রোগ্রাম প্রডিউসার হারুনুর রশিদ ধ্রুব বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গাজীপুরের কাপাশিয়া থেকে স্ত্রীর জন্য থ্রীপিছ কিনতে ভগ্নিপতি মোসাদ্দেকের সিএনজি অটোরিক্সা নিয়ে মনোহরদী বাজারে যান। সেখান থেকে দুপুর ৩টার দিকে অটোরিক্সায় গ্যাস ভর্তি করতে তাঁরা আনোয়ার সিএনজি স্টেশনে যায়।
গ্যাস ভর্তি শেষে সিএনজি স্টেশন থেকে বের হওয়ার সময় অতর্কিত ৭ থেকে ৮ জন যুবক তাঁদের উপর হামলা চালায়। এ সময় বিভিন্ন অশ্লীল বাক্য ও নানান ধরণের হুমকী দিতে থাকে। এক পর্যায়ে পৌর মেয়রের পিএস শুভ এসে তাদেরকে নানান ধরণেরর প্রশ্ন করতে থাকে। প্রশ্নের উত্তর দিতে আপত্তি করায় ধ্রু’বর স্ত্রী রেশমার গালে থাপ্পর মারে সে। ওই সময় হামলাকারীরা রেশমার গলায় পরিহিত সোনার চেইন ও ধ্রুব’র হাতের দুটি সোনার আংটি ছিনিয়ে নিয়ে যায়।
প্রকাশ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ভয়ে উপস্থিত কেউ এগিয়ে আসেনি। উল্টো হামলাকারীরা তাঁদেরকে বিয়ের কাবিন না দেখালে যেতে দিবেনা বলে সিএনজি স্টেশনের একটি কক্ষে আটকে রাখে। পরে মোবাইলে কাবিনের ছবি দেখালে তাঁদেরকে ছেড়ে দেয়া হয়।
পরে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে গিয়ে ভীতসন্তস্ত্র হয়ে ভুক্তভোগীরা জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ ফোন দিয়ে পুলিশি সহযোগীতা চান। এরপর পুলিশ তাদের উদ্ধার করে অভিযুক্ত মাছুম হাসান শুভকে গ্রেপ্তার করে পুলিশ।
ওইদিন রাতেই ভোক্তভোগী হারুনুর রশিদ ধ্রুব বাদী হয়ে শুভসহ ৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া পর শুক্রবার মামলাটি নথিভুক্ত করে আসামী শুভকে কারাগারে পাঠানো হয়। পরে আজ রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।
ভুক্তভোগী হারুনুর রশিদ ধ্রুব বলেন, এই ঘটনায় মামলা তুলে নেয়ার জন্য আমাকে বিভিন্নভাবে বিভিন্ন লোকের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।
নরসিংদী আদালতের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন চৌধুরী জানান, আসামি শুভকে আজকে আদালতে তোলা হলে আসামী পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। জামিনের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারের প্রেরণের নির্দেশ প্রদান করেন।