নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহরের সমশের জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে শহরের চরসুজাপুরে মিলের ড্রেসিং-ড্রইং সেক্টর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের এক ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে। যার ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেলো কারখানা কর্তৃপক্ষ। তবে অগ্নিকান্ডে মিলের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) এম এ ছাত্তার জানায়, দুপুর প্রায় ১ টা ৫০ মিনিটে কারখানার ড্রেসিং-ড্রইং সেক্টরে আগুন দেখতে প্রায় শ্রমিকরা। পরে শ্রমিকরা সাথে সাথে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পাশাপাশি নরসিংদী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রায়হান বলেন, সমশের জুটমিলে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর নেতৃত্বে দুটি ইউনিয়ন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় এক ঘটনার চেস্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, আমরা দ্রুত কাজ করার কারণে আগুন ছড়িয়ে যেতে পারেনি। যার কারণে ভয়াবহ ক্ষতি থেকে মিলটি রক্ষা পেয়েছে। আর আগুনের সূত্রপাত বৈদ্যুতিক কিনা মিলের কোন গাফিলতির কারণে হয়েছে তা তদন্তের পর বলা যাবে। প্রাথমিক মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে তাদের ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তের পর সঠিক কারণ ও তথ্যটা বলা যাবে।