মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর শিবপুরে কৃষকের জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৭ মে) দুপুরে সাধারচর ইউনিয়নের সৈদের খোলা এলাকায় এক কৃষকের জমির ধান কেটে দেন তারা। নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন ও শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে ধান কাটায় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম শান্ত, যুগ্ন সাধারণ সম্পাদক তারেক মোল্লা, সাধারচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির, দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল হক জ্বিলহজ্ব, সিনিয়র সহভাপতি মো. রেদুয়ানুল হক রাফি, জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শুভ ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের আহ্বানে শিবপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। অসহায় কৃষকদের ধান কেটে দেয়ার এই কার্যক্রম অব্যাহত থাকবে। যদি কোন কৃষক অর্থের অভাবে ধান কাটতে না পারলে ছাত্রলীগের পক্ষ থেকে ধান কেটে দেয়ার ঘোষণা দেন তিনি।