1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

শিবপুরে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৬১ বার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নরসিংদীর শিবপুর উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে আয়ুবপুর ইউনিয়নের শানখোলা গ্রামের কৃষক বর্গাচাষী আব্দুস সালামের ধান কেটে দিলেন শিবপুর উপজেলা কৃষক লীগ। রবিবার (৭ মে) আয়ুবপুর ইউনিয়ন পরিষদের পাশে সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক কর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কাটা উৎসব পালন করে শিবপুর উপজেলা কৃষক লীগ। ধানকাটা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব।

এসময় ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহণ করেন নরসিংদী জেলা কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য তাহমিনা তাহরীন মুমু, জেলা কৃষক লীগের সহসভাপতি মনির হোসেন খন্দকার, শাহীন ভূইয়া, শিবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন সরকার,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, জেলা কৃষক লীগের মৎস্য ও প্রাণী সম্পদ সম্পাদক মো. মামুন মিয়া, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক লোকমান, সদর থানা কৃষক লীগের সহসভাপতি শরীফ মিয়া, আয়ুবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা কৃষক লীগের সদস্য ইঞ্জিঃ সিরাজুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ।

আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব বলেন, মাঠে ধান পেকে গেছে। এই সময় সব কৃষক ধান কাটা-মাড়াইতে ব্যস্ত থাকায় শ্রমিক সংকট রয়েছে। আবার শ্রমিক পাওয়া গেলেও তাদের মজুরী বেশী। কৃষক লীগের কর্মীরা এই মাটির সন্তান, মিশে আছে কৃষকের আত্মার সাথে। যে কোনো সংকটে, দুর্যোগে কৃষক লীগ আছে তাদের পাশে। এই সংকটে কৃষক লীগের কর্মী বাহিনী ধান কেটে দেওয়ায় বাংলাদেশ কৃষক লীগ নরসিংদী ও শিবপুর উপজেলা শাখার কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT