ফারদিন হাসান দীপ্ত, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার সাফল্যের অন্যতম কোচিং সেন্টার রোজ একাডেমির তিনটি শাখা ( পলাশ, ইছাখালী ও রাবান) এর এস এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় পলাশ উপজেলা পরিষদের সামনে রোজ একাডেমির কোচিং সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোজ একাডেমির প্রতিষ্ঠাতা ফরহাদ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মেজবাহ্ উদ্দীন ভুঁইয়া. গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ইফতি, রোজ একাডেমির সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে রোজ একাডেমির এসএসসি শিক্ষার্থীদের জন্য পরিক্ষায় ভালো রেজাল্ট ও সুস্থ্যতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।