মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা চীর চেনা গান “রমজানের ঐ রোজার শেষে” নিয়ে আসছেন সৌখিন শিল্পী এড. আ: কাদির সরকার চিশতি।
পেশায় একজন আইনজীবী হলেও সংস্কৃতির প্রতি ভালোলাগা এবং ভালোবাসা থেকে অবসরে গান, কবিতা আবৃত্তি নিয়ে প্রায়ই হাজির হোন এই সৌখিন আইনজীবী শিল্পী। ইতিমধ্যে শ্রোতারাও ভালোভাবে গ্রহণ করেছেন উনাকে। তারই ধারাবাহিকতায় এবার ঈদে নিয়ে আসছেন এ গানটি।
গানটির কোরিওগ্রাফি, নির্দেশনা, সম্পাদনা করেছেন শিল্পী নিজেই। গানটি একসাথে kadir Sarkar পেজ ও ইউটিউব চ্যানেলে ঈদের আগের দিন সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে দেখা যাবে বলে জানান শিল্পী।