আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনিমার্ণ করি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান ফাউন্ডেশন ও ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি এর আর্থিক সহযোগিতায় আলোচনা সভা, শিক্ষা-চিকিৎসা সহায়তাসহ সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার ব্যবস্হাপনায় এই আলোচনা সভা, শিক্ষা-চিকিৎসা সহায়তা ২৯ জনকে, সেলাই মেশিন ৮০ টি ও ঘর ৬ টি, টয়লেট ৫ টি’সহ অন্যান্য সামগ্রি বিতরণ করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুতপূর্ব সহকারী অধ্যাপক এনায়েত উদ্দিন মোঃ কায়সার খান,
শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান ফাউন্ডেশন ও ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি কার্যনির্বাহী সদস্য মোঃমাহফুজুর রহমান খান,ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটির কার্যকরী সদস্য মোঃ মনির হোসেন টিপু,নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউছার কাজল, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহানুল হক বাবুল,
শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফাতেমা বেগম, এ.এন. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন আফ্রাদ, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ (বি এস সি)’সহ প্রমুখ।