আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ এর উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় নবনির্মিত একাডেমির ভবননের নিচ তলায় প্রাক্তন ছাত্র পরিষদ এর উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নারায়ণপুর আব্দুল হামিদ শিক্ষা কমপ্লেক্সে প্রতিষ্ঠাতা আব্দুল হামিদের কবর জিয়ারত শেষে মোনাজাত করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মো খায়রুল বাকেরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন গণমুক্তি পাটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমেন,
নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভনিং বডির সদস্য মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ কামাল উদ্দিন, লাল সবুজ চেতনা সংসদের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সবুজ, সাবেক সভাপতি কাজী শামিম হাসান’সহ প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।