সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী বাজারে ব্যবসা পরিচালনায় নানা অনিয়মের কারণে মোবাইল কোর্টের অভিযানে ১১ দোকানীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাতে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মনোহরদী উপজেলা প্রশাসন।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম পরিচালিত এ মোবাইল কোর্ট নানা অনিয়মের কারণে বাজারের ১১ দোকানীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেন।
মনোহরদী বাজারের দুলাল ষ্টোর, রিয়াজ ষ্টোর,
লক্ষী নারায়ন ষ্টোর, দূর্গা ষ্টোর, রাখাল ষ্টোর, কবির ষ্টোর, ইশা ষ্টোর, এক মাছ দোকানী ও ৩ হোটেল মালিককে এ জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট অভিযানে মনোহরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ ও থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম জানান, নানা অনিয়মে ১১ দোকানীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলায় ভোক্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যহত থাকবেও তিনি জানান।