সাইফুর রহমান নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে প্রেমিকার বাড়ী গিয়ে প্রেমিক যুবকের গলায় ফাঁস লটকে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বীরগাঁও গ্রামের আবু সিদ্দীকের ছেলে ট্রলি চালক মামুন (২৫) এর সাথে পার্শ্ববর্তী দক্ষিন খালিয়াবাইদের এক যুবতীর প্রেমের সম্পর্ক চলছিলো। এ সম্পর্কের টানাপোড়েনের এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মামুন বিভিন্ন জনের কাছে ফোনে মাফমুক্তি চায়।
পরে রাত দুইটার দিকে খালিয়াবাইদ গ্রামের মৃত আইনুল হকের বাড়ী গিয়ে তাদের বাইরের ঘরের বারান্দায় গলায় ফাঁস লটকে আত্মহত্যা করেছে। মামুন ইদানীং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলো বলেও স্থানীয়রা জানায়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে কথা বলতে মেয়ের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, রাতেই ওই পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে।