পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ঘোড়াশাল হেলথ কেয়ার (প্রা:) হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার সান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার সহযোগিতা এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় রোগী দেখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, হৃদরোগ, শ্বাসকষ্ট, বাতজ্বর ও উচ্চরক্তচাপ বিশেষজ্ঞ ডা: সাইফুল ইসলাম সোহাগ।
এই ফ্রি ক্যাম্পে প্রায় ১২০জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন স্মাইল ঘোড়াশাল শাখার সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সহ- সাধারণ সম্পাদক মোশাহিদ এনাম রাহুল , কোষাধ্যক্ষ তারিনা আক্তার বৃষ্টি ,নারী ও শিশু বিষয়ক সম্পাদক প্রীতি খানম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার শিলা ও সদস্য এস এম আবু সাঈদ।
পরবর্তীতে ফ্রি সেবা প্রদান করা ডাঃ সাইফুল ইসলাম কে স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।