নিজস্ব প্রতিবেদক : নরসিংদী রেলষ্টেশনের ২ নং প্লাটফর্ম থেকে অর্ধগলিত নবজাতকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে পুলিশ ওই প্লাটফর্মের ৪ ও ৫ নম্বর লাইনের মাঝখান থেকে লাশটিকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ৪টার দিকে একটি কুকুর মুখে করে স্টেশনের ৪ ও ৫ নম্বর রেললাইনের মাঝখানে এনে একটি নবজাতকের লাশ ফেলে রেখে যায়। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটিকে উদ্ধার করে রেলওয়ে কবরস্থানে দাফনের জন্য নিয়ে যায়।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে লাশটি স্টেশনের পাশের ডুবাতে কেও বা কারা ফেলে রেখে গেছে। পরে সেখান থেকে একটি কুকুর মুখে করে এখানে নিয়ে এসে ফেলে যায়। নবজাতকের আনুমানিক বয়স ২ থেকে ৩ দিন হবে।
তবে স্থানীয় দোকানিদের দাবী, লাশটি রেলওয়ে কবরস্থান থেকে উঠিয়ে নিয়ে ঐখানে ফেলে যায় একটি কুকুর।