বসন্ত এলে তুমি যে ধরায়
নতুন প্রভাতে মিস্টি হাওয়ায় মন ভুলায়
বিচিত্র ফুলের রঙে রঙে মন ভরায়।
কৃষ্ণচূড়া শিমুল ফুলে পথ সাজে
মনভূলো কোকিলের সুর কানে বাজে
রমনীরা দল বেধে চলে
কাননে কাননে ফুক ফুটে
বউ কথা কও পাখি ডাকে
জোয়ান বুড়ো আনন্দে মাতে
গাছে গাছে নতুন পাতা জাগে
সবকিছু যেন স্বপ্নের মত লাগে