নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সামাজিক সংগঠন ‘মানবতার আলো’র ২০২৩-২০২৫ এর তিন বছর মেয়াদের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী এলাকার মানবতার আলো সংগঠনের কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা কমিটির সভাপতি করা হয়েছে দিলীপ রায়কে ও সদস্য করা হয়েছে প্রসঞ্জিত নাগ, সুবোধ রায়, ননী গোপাল কর, ননী গোপাল পাল, নিহারঞ্জন সেন, সুমন চৌধুরী, দিপক দাস, রঞ্জন চন্দ এবং হোসেন মিয়া।
উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে উপস্থিত ছিলেন মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সোহেল কুমার দে, মুখপাত্র বিপ্লব রায়, সভাপতি সুজন চৌধুরী, কোষাধ্যক্ষ জনি দাস, দপ্তর সম্পাদক সজীব রায়, ক্রীড়া সম্পাদক প্রান্ত দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রনি ঘোষ ও সদস্য জুটন চন্দ্র দত্ত, ননী গোপাল কর, তাপস পাল, রোমান ভক্ত, অনিক রায়, অনিক ঘোষ প্রমূখ।