জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে সেবামূলক সংগঠন অনির্বাণ এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নূরুল হক আফ্রাদ মিলন এবং উদ্বোধক ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ‘দৈনিক আমাদের বার্তা’র নরসিংদী সংবাদদাতা হলধর দাস, শিক্ষক ও সাংবাদিক মনজিল এ মিল্লাত, লেখক সগীর আহমেদ সরকার, নাসিব এর জেলা সভাপতি কে এম রুস্তম আলী, নারী উদ্যোক্তা কামরুন্নাহার বেগম, চিত্রশিল্পী বিদ্যুত ভৌমিক, অধ্যাপক আজাহার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে দেরশতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা প্রদান প্রদান করা হয়।