1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০ ২৫ জেলার ওপর দিয়ে চলছে মৃদু তাপপ্রবাহ পবিত্র হজ শেষে দেশে ফিরলেন ৮৬০৬ জন হাজি: ২৩ জনের মৃত্যু

নরসিংদীতে গন্ধগোকুল না মেরে জঙ্গলে মুক্ত করে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪০৪৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় গ্রামবাসীর হাতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুল। সোমবার সন্ধ্যায় উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের একটি ঝোপ থেকে এটিকে ধরা হয়। রাতে এটি ছুটে গেলেও মঙ্গলবার সকালে আবারও এটিকে আটক করে তারা। পরে মঙ্গলবার বিকেলে এটিকে একটি জঙ্গলে ছেড়ে দেয় কিশোরেরা।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে খলাপাড়া গ্রামে গন্ধগোকুলের অবস্থান টের পেয়ে চেচামেচি করতে থাকে একদল কিশোর। পরে এটিকে ধাওয়া করে সন্ধা নাগাদ আটক করে তারা। রাতে একটি ঘরে আটকে রাখলে সেখান থেকে ছুটে গেলেও সকালে আবারও আটক করা হয়।

দ্বিতীয়বার আটকের পর বিলুপ্তপ্রায় এই প্রাণীটি বেশ কয়েক বার মেরে ফেলার উদ্যোগ নিলেও সেটি না করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে যোগাযোগ করে তারা। এটিকে না মেরে অরণ্যে ছেড়ে দেয়ার পরামর্শ দেয়
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পরবর্তীতে গ্রামের বায়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে এটিকে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে কিশোরেরা।

তাশরিফ আলম নামে এক কিশোর বলেন, প্রাণীটিকে ভয় পেয়ে প্রথমে মেরে ফেলার চিন্তা করলেও এটিকে মারা হয়নি। সকলের সিদ্ধান্তে আমরা এটিকে একটি ঝোপে ছেড়ে দিয়েছি।

রুহুল আমিন নামে এক গ্রামবাসী বলেন, বণ্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের পরামর্শে এটিকে আটকে না রেখে মুক্ত করে দেয়া হয়েছে। বিলুপ্তপ্রায় এই প্রাণীটি প্রকৃতিতে থেকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে এমনটাই আশা করি আমরা।

বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, নরসিংদীর রায়পুরায় গন্ধগোকুল ধরা পড়ার বিষয়টি আমি অবগত। এটি মোটেও ক্ষতিকর নয়। এরা সাধারণত ঝোপেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব প্রাণী ধরার পর আতংকে গ্রামবাসী মেরে ফেলে। বণ্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের পরামর্শ মেনে এটিকে না মেরে অরণ্যে ছেড়ে দেয়ায় গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।

নরসিংদীর কন্ঠস্বর / এস বর্মণ/ এম ইসলাম

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT