নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে একটি বিল থেকে বস্তায় ভর্তি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরমান্দালিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন নালী বিল থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে নালী বিলে প্লাস্টিকের বস্তায় ভর্তি মানুষের কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা বিল থেকে বস্তাটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল গিয়ে কঙ্কালগুলো উদ্ধার করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, কঙ্কাল গুলোর একটা কাঠামোর সাথে আরেকটা কাঠামোর কোন মিল নেই। কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন। গুনার মাধ্যমে কঙ্কালের অংশগুলো জোড়া দেওয়া। কঙ্কালের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, এগুলো মেডিক্যাল ছাত্রদের ব্যবহৃত কঙ্কাল। নষ্ট হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দেওয়া হতে পারে। তারপরও মূল বিষয় উদঘাটনে খোঁজ নেয়া হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
নরসিংদীর কন্ঠস্বর / সুজন বর্মণ