এবারের কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজেই থাকার কথা ছিল ফেবারিট ব্রাজিলের। কিন্তু একের পর এক খেলোয়াড়দের ইনজুরির কারণে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে কোচ তিতেকে।
সার্বিয়ার ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়েন দলের সেরা তারকা নেইমার। তিনি আর গ্রুপ পর্বে মাঠে নামতে পারবেন না। তারপরই ইনজুরিতে পড়েন ডিফেন্ডার দানিলোও।
এবার সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার ২৪ ঘন্টা আগে দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। এবার চোট পেয়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। তার চোটের কথাটি জানিয়েছেন আন্তজার্তিক গণমাধ্যম রয়টার্স। গণমাধ্যমকে জানায়, আল আরাবি স্টেডিয়ামে ব্রাজিল দল অনুশীলন করলেও অনুপস্থিত ছিলেন পাকেতো।
এদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে আজ ম্যাচে পাকেতো থাকবেন কিনা তা নিয়ে কোনও কথা বলেননি কোচ তিতে। তিনি বলেন, আমরা এর মধ্যে ব্যপারটা ঠিক করে ফেলেছি, কিন্তু ম্যাচের আগে এ নিয়ে কথা বলবো না। তবে গণমাধ্যমটি জানিয়েছে, তিতে যদি সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ছকেই খেলান তাহলে পাকেতার জায়গায় খেলতে পারেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড রুদ্রিগো।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রবিবার (২৭ অক্টোবর) তিতে বলেন, আমি আমার হাতে থাকা খেলোয়াড়দের বিচার – বিবেচনা করে সিদ্ধান্ত নেব। মিলিতাও এরই মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। সে কেমন খেলোয়াড়, কী করতে পারে, সেটা আমাদের জানিয়ে রেখেছে। দানি আলভেজ অভিজ্ঞ, তার নেতৃত্বগুণ গুরুত্বপূর্ণ। দেখা যাক, কাকে খেলাই আমরা…।
তিতে আশাবাদী নেইমার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, আশা করি নেইমার আর দানিলো, দুজনই আবার বিশ্বকাপের মাঠে নামতে পারবে।
নরসিংদীর কন্ঠস্বর / এস হোসেন