নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শান্তা (১৭) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার করতৈতৈল গ্রামের বিনাডিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণী বিনাডির টেকের হুমায়ুন মিয়ার মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানায়, আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে শান্তা তাদের ঘরের ভিতরে গিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরও তাকে পরিবারের সদস্যরা পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
কি কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে হাসপাতালে থাকা স্বজনরা বিস্তারিত জানাতে পারেনি। নিহত শান্তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে চাইলে তাদের পাওয়া যায়নি।
পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দ জানান, ১৭ বছরের এক তরুণীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, এক তরুণী আত্মহত্যা করেছে বলে আমরা খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।