সিয়াম সরকার, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২২- ২০২৩ অর্থ বছরের কৃষি প্রণোদনার আওতায় রবি মওসুমের বিভিন্ন ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৩২৫ জন কৃষকদের মাঝে এসব বিতরণ করেন।
পলাশ উপজেলার এসব প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে চাষাবাদের জন্য জমির অনূকুলে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মশুর ডাল ও খেসারী ডালের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা এর সভাপতিত্বে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এসব বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাদির এসএ সিদ্দিকী প্রমুখ।