নিজস্ব প্রতিবেদক : “বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা শাহীন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদিকুর রহমান আকন্দ ও শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল প্রমুখ।
নরসিংদীর কন্ঠস্বর/ আ. মনা / স. এস হোসেন/ ১৩ :৩৬