আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলাবতে উপজেলা প্রশাশন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা সভাক্ষে এক আলোচনা সভা বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মোঃ ইউছুস মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বেলাব উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিক রায়’সহ প্রমুখ।
সভা শেষে বিভিন্ন পেশায় ৩০ জন যুবক যুবতীকে প্রশিক্ষণোত্তর ভাতা প্রদান ও ৮ জন যুবক যুবতীর মাঝে ৮ লক্ষ টাকার ঋনের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।