সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকার নূরে হেরা সুন্নী সংগঠন এর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক মহা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাদ আছর থেকে কাজিরচরের নতুন রাস্তার বালুর মাঠ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন রাতে প্রধান বক্তা তাঁর বয়ান পেশ করবেন বলে জানিয়েছেন ইসলামী সম্মেলনের আয়োজক কমিটি। তারা জানান, সম্মেলন সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
এসময় উদ্বোবধক হিসেবে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও প্রধান অতিথি হিসেবে ডাংগা বাজারের বিশ্ব খাজা মহলের প্রতিষ্ঠাতা খলিফায়ে আজমীর শরীফ খাঁজা মোঃ আমিনুল ইসলাম (আল-আমিন) চিশতী উপস্থিত থাকবেন।
এ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশ্ব জাকের মঞ্জিল এর খাদেম মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী, কুমিল্লার জালালীয়া দরবার শরীফের পীর মুফতি আমজাদ হোসেন জালালী ও ডাংগার কাজিরচর নূরে মদিনা মাস্টার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা বরকত উল্লাহ বিন আজাদী।
শেষে আখেরী মোনাজাত করিবেন পেশোয়ারী দরবার শরীফ এর পীর ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা মোহাম্মদ আলী পেশোয়ারী।