সিয়াম সরকার, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি প্রশিহ্মন কেন্দ্র ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির শাহাব উদ্দীন আহমদ সিদিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদাতুর রহমান, সহ: কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাজেরা বেগম ’উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন প্রমুথ।