আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের আড়িয়াল খাঁ নদী থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৯ অক্টোবর) দুপুরে তিন বান্ধবী ঝুমা আক্তার, হালিমা আক্তার ও শিবা আক্তার গোসল করতে নদীতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ী না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখোজি করতে থাকে।
জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে ওরা তিন জন নদীতে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। খবর পেয়ে থানা থেকে পুলিশও যায়। এক পর্যায়ে নদীর বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ তারা উদ্ধার করে। খুঁজতে খুঁজতে রাতে সেখানে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ।
মৃত শিশুরা হলো বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের ১০ বছরের হালিমা আক্তার, ১০ বছরের ঝুমা আক্তার ও ১১ বছরের শিবা আক্তার। তারা ছিল প্রতিবেশী ও বান্ধবী এবং একই শ্রেণীর শিক্ষার্থী।
বেলাব থানার ওসি তানভির আহমেদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রাতেই হস্তাতর করা হয়েছে।