1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০ ২৫ জেলার ওপর দিয়ে চলছে মৃদু তাপপ্রবাহ পবিত্র হজ শেষে দেশে ফিরলেন ৮৬০৬ জন হাজি: ২৩ জনের মৃত্যু

নরসিংদী সদর থানা ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

সুজন বর্মণ | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪১৭ বার

সুজন বর্মণ, নরসিংদী : নরসিংদীতে নবগঠিত সদর থানা ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা সদর থানা ছাত্রলীগকে জেলার সবচেয়ে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তারা নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়ার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়েত সরকার, সহ-সভাপতি পনির দাস, আসাদুল হক সবুজ, জাকির হোসেন বাবু, মো: ইমরান উল ইসলাম, স্বজন দত্ত, বিশাল ভৌমিক, মো: তৌসিফ সরকার, আজিজুল হক ভূইয়া,

অমর্ত্য দাস, সাব্বির ও জাহিদুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মিলন, মেহেদী হাসান বাবু, আলিফ আহমেদ, আরাফাত আলী, গাজী আবরাব ফায়েজ আলভী, সম্রাট আহমেদ নাদিম ও সাব্বির হোসেন আকরাম, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান মৃধা, রিমন আহমেদ, মো: সিয়াম রহমান, ইব্রাহিম সরকার, আনন্দ ভূইয়া আসিফ, রাজিব মিয়া, হিমেল সহ প্রমুখ।

সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি স্বজন দত্ত বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করবো। আমাদের অভিভাবক মাননীয় এমপি মহোদয়ের উন্নয়ন কাজ কে ছড়িয়ে দিতে হবে। সকল অপশক্তি মোকাবেলা করে হিরু ভাইকে সামনের সংসদ নির্বাচনে বিজয়ী করে আনবো।

সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি বলেন, আমরা সকলে শেখ হাসিনার সৈনিক। সকল অপশক্তির বিরুদ্ধে আমরা রাজপথে সোচ্চার থাকবো। সদর থানা ছাত্রলীগকে জেলার সবচেয়ে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলতে হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT