সিয়াম সরকার, নিজস্ব প্রতিবেদক : “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা ” এ প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর পলাশে উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার আবু নাদির এস এ সিদ্দিকী ও পলাশ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে ২০১২ সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবরকে উৎপাদনশীলতা দিবস ঘোষণা করেন।