আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার বেলাব উপজেলার ঐতিহ্যবাহী ধুকুন্দি ( ক্যাডেট কোর) উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দেশের ইতিহাসের প্রথম ও সর্বোচ্চ উঁচু তর্জনী ভাস্কর্য ‘মুক্তির ডাক” এর নির্মাতা ও লেখক ভাস্কর অলি মাহমুদ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান এর আদেশ ক্রমে আজ এক প্রঙ্গাপন জারি করে আগামী ছয় মাসের জন্য ভাস্কর অলি মাহমুদকে সভাপতি, রাজীব পাঠান অভিভাবক সদস্য, সালাতুন বেগম অভিভাবক সদস্য মনোনীত হন৷
এর আগে ভাস্কর অলি মাহমুদ এই বিদ্যাপীঠের সভাপতি হিসেবে আগেও দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের নানামুখী উন্নয়ন মূলক কাজে নিজেকে জরিয়ে রাখেন। এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সকল অভিভাবক গন খুশী হন।
দ্বিতীয় বারের মতো মনোনীত সভাপতি ভাস্কর অলি মাহমুদ বলেন, আমি এর আগেও এই বিদ্যালয়ের সভাপতি ছিলাম।আমি সবাইকে একসাথে নিয়ে কাজ করব।