আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নরসিংদীর-৪ (বেলাব-মনোহরদী) আসনে গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এলাকার জনগণের পাশে থেকে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন , উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শাজাহান, বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,সদস্য সচিব মোঃ সবুজ মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক সোহরাব হোসেন টিটু, সদস্য সচিব মোস্তুফা কামাল মেম্বার, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো:মোবারক হোসেন, চর উজিলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বিল্লাল মিয়া, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, ছাত্রনেতা মোঃ মিঠুন আহমেদ’সহ প্রমুখ।