নিজস্ব প্রতিবেদক : গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই বিশ্ব শ্লোগানটিকে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নির্দেশে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এসময় নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য মাসুম আহমেদ সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে বৃক্ষ বিতরণ করেন। এসময় একহাজার ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা ছাত্রদল নেতা রাসেল আহমেদ, পৌরসভা ছাত্রদল নেতা মুসা প্রধান, রিফাত, নাহিদ, মনোহরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর, পারভেজ, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সদস্য সচিব রফিকুল ইসলাম, ফারুখ, মাসুম হাসান সহ প্রমুখ।
এসময় নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য মাসুম আহমেদ বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার আহ্বান করেন তিনি।