1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান

বিদেশি চমক আর মুখের কথায় দিন চলবেনা: সেলিনা রহমান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪১০ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিনা রহমান বলেছেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। যদি বিগত ১০ মাসে সংস্কার করেই থাকেন তবে আইনশৃঙ্খলা এবং দ্রব্যমুল্যের এমন দশা কেন? এখনো কেন মব জাস্টিজ হচ্ছে? দেশে খুনসহ অত্যাচার বেড়েছে তাহলে কি সংস্কার করছেন? পুলিশের পোষাক পরিবর্তন কি কোন সংস্কারের মধ্যে পড়ে? সংস্কার হতে হবে মানুষের মনের ভিতর থেকে মানুষের চিন্তা-চেতনাকে। অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিন। বিদেশি চমক আর মুখের কথায় দিন চলবেনা।

তিনি শনিবার (০১ জুন) বিকেলে নরসিংদীর শিশু একাডেমী মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবা চৌধুরী বীথি, নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ জেলা মহিলা দলের নেত্রীবৃন্দ প্রমুখ।

এসময় তিনি আরো বলেন, শেখ মুজিবসহ তার পরিবারের সদস্যরা ৭১ এর মতোই ২৪ সালেও জনগণকে বিপদের সামনে ফেলে চলে গেছে, এটাই হলো আওয়ামীলীগের চরিত্র। দলের কর্মীবাহিনীর কথা তারা কখনোই চিন্তা করেন না, তারা সুধু চিন্তা করে বাংলাদেশের সম্পদ, লোভলালসা আর ক্ষমতার সিংহাসন। পক্ষান্তরে জিয়া পরিবার সব সময় জনগণের সাথে ছিলো এবং থাকবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT