1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

শিবপুরে কিশোর গ্যাংয়ের প্রধান আলী হোসেন অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৩৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের হোতা মোহাম্মদ আলী হোসেন ওরফে আলী (২৮) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানার এসআই রেজাউল ও এসআই সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানে ধানুয়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে ৭.৬৫ মি.মি. একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আলী হোসেন শিবপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৬টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে, যেগুলোর সবগুলোতেই আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ঝুলছিল।
এছাড়াও, সে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবহার এবং ভাড়াটে খুনের (কন্ট্রাক্ট কিলিং) সঙ্গে সরাসরি জড়িত ছিল। তার গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।

শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, “আলী হোসেন একজন দুর্ধর্ষ ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নান বলেন, “আলী হোসেনের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনা পুলিশের চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ। আমরা নরসিংদী জেলাকে অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। এই ধরনের অপরাধীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।”

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT