1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

টিউশনির বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতে কলেজ ছাত্রকে অপহরণ: গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৫৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : টিউশনির বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতে অপহরণ করা কলেজ ছাত্র সাইফুল ইসলামকে (২৬) উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণ চক্রের তিন সদস্যকে। শনিবার (৩১ মে ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় শিবপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার (৩০ মে) রাতে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে অপহৃত কলেজছাত্রকে উদ্ধার করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত ৩ জনকে  গ্রেফতার করে পুলিশ।

অপহৃত সাইফুল ইসলাম রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাইতুল মুকাদ্দাসের ছেলে।

গ্রেফতাররা হলেন- পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর এলাকার মনিরুজ্জামানের ছেলে ইফতিয়ার (২০), চরনগরদি এলাকার ফারুক মিয়ার ছেলে সিজান (১৯) ও শিবপুর উপজেলার খড়িয়া এলাকার মৃত মান্নান প্রধানের ছেলে নাঈস (১৬)। তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফেসবুকে টিউশনির বিজ্ঞাপন দিয়ে অপহরণ করে আসছিলো একটি চক্র। প্রথমে চক্রটি বিভিন্ন পেইজের মাধ্যমে শিক্ষক প্রয়োজন এমন বিজ্ঞাপণ দেয়। বিজ্ঞাপন দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে ইনবক্সের মাধ্যমে সক্ষাত করতে বলে। শুক্রবার বিকেলে এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে শিবপুরের বন্যার বাজার এলাকায় ডেকে নেয় চক্রটি। পরে সেখান থেকে চক্রের সদস্য ইফতিয়ার, সিজার ও নাঈম ওই কলেজছাত্র সাইফুলকে শিবপুরের গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন খালপাড় এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয়। একপর্যায়ে সাইফুলের ব্যবহৃত মোবাইল দিয়ে তার বাবা ও ভাইয়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

এ ঘটনায় সাইফুলের বাবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে বিস্তারিত জানান। এরপর শিবপুর থানা পুলিশ সাইফুলকে উদ্ধারে নামে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা খড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ঘটনার সাথে জড়িত তিনজনকে। তাদের বিরুদ্ধে সাইফুলের মা বাদি হয়ে শিবপুর থানায় মামলা দায়ের করেছেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা অপহরণের শিকার সাইফুলকে উদ্ধার করি। গ্রেফতার করা হয়েছে অপহরণ চক্রের তিন সদস্যকে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
#

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT