আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থবছরে “ভুলনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)” কর্মসূচির আওতায় ১৪৭ জন দরিদ্র ও অসহায় নারী উপকারভোগীর মাঝে পাঁচ মাসের চাল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৬ মে) সকাল থেকে উপজেলার চর উজিলাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সরকারের এ ধরনের উদ্যোগ নারীদের ক্ষমতায়নেও ভূমিকা রাখছে।”
তিনি আরো বলেন, আমাদের অত্র ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থবছরের (বিডব্লিউবি)কর্মসূচির আওতায় ১৪৭ জন কার্ডধারি উপকার ভোগীর মহিলাদের মাঝে পাঁচ মাসের একত্রে ১৫০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কোনো উপকার ভোগী যেন বিডব্লিউবি কর্মসূচীর আওতার প্রাপ্ত চাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত না থাকে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইমরুল হাসান, ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্যরা’সহ প্রমুখ
উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও হতদরিদ্র নারীদের প্রতি মাসে নির্ধারিত পরিমাণ চাল সরবরাহ করে সরকার, যাতে তাদের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ হয় এবং তারা কিছুটা স্বস্তির সঙ্গে জীবনযাপন করতে পারেন।২০২৩-২০২৪ ইং অর্থবছরে নরসিংদীর বেলাব উপজেলার আটটি ইউনিয়নের ১৫৪৮ জন উপকারভোগীদের পাঁচ মাসের (প্রায় ২৩২.২ টন) চাল বিতরণ করা হবে।