1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

পলাশে কবি হাসনাইন হীরার ওপর দুর্বৃত্তদের হামলা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬৩৪ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন কবি ও লেখক হাসনাইন হীরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার খানেপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর, আজ বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।

কবি হাসনাইন হীরার জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়া হলেও তিনি প্রায় ১ যুগ ধরেই নরসিংদীতে থেকে কবিতা চর্চা করছেন। ২০২০ সালে “বাঁক বাচনের বৈঠা ” নামে তার একটি কাব্যগ্রন্থ জেমকন তরুণ কবিতা পুরস্কার অর্জন করে।

হাসনাইন হীরার পরিবারের সদস্য ও সুধীজনরা জানায়, মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে পলাশের বালিয়া মোড় থেকে নিজ মোটরসাইকেলে করে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় আসছিলেন তিনি। খানেপুর এলাকায় পৌঁছালে নির্জন সড়কে এ সময় হঠাৎ করে একদল দুর্বৃত্ত জি়আই এর কাটাযুক্ত তার ( কাঁটাতারের বেড়া তৈরীতে ব্যবহৃত হয়) তার গলা বরাবর এনে গতিরোধের চেষ্টা করে।

এসময় কাটাযুক্ত তার হাসনাইন হীরার গলায় লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার গলার বেশ কিছু অংশ কেটে যায়। এরই মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে এলাকার একটি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে, সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। বর্তমানে তিনি নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কবি হাসনাইন হীর বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। তারা আগে থেকেই ওত পেতে ছিল। কি জন্য এই ঘটনা ঘটেছে তা আমি নিশ্চিত নই। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।কিছুটা সুস্থ হলে আমি আইনি পদক্ষেপ নিবো।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আমি ঘটনাটির পুরোপুরি খোঁজখবর নেয়ার চেষ্টা করছি। ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT