1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি পেল আরও ৩ আন্তঃনগর ট্রেন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৫৭১ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : অবশেষে নরসিংদীতে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩) ও উপবন (৭৪০) আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির আদেশ হয়েছে। আবেদনকারী নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদন সূত্রে জানা গেছে, জেলাবাসীর পক্ষে ট্রেনযাত্রীদের ভোগান্তি লাঘবে বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতি ও পর্যাপ্ত আসন বরাদ্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে গত ১৩ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও একই মাসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টার মূখ্য সচিব বরাবর আবেদন করেন নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল। আবেদনে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩), পারাবত, তূর্ণা এক্সপ্রেস ও উপবন (৭৪০) এর যাত্রাবিরতির আবেদন জানানো হয়।

এ আবেদনের প্রেক্ষিতে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩) ও উপবন (৭৪০) আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির পক্ষে মতামত দেন রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট /এফ (পূর্ব) কামাল আখতার হোসেন।

নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল জেলাবাসীর পক্ষ হতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ মঙ্গলবার রেলওয়ের সচিব মো.ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন নরসিংদী স্টেশনে ৩ ট্রেনের যাত্রাবিরতির আদেশপত্রে স্বাক্ষর করেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT