নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে নদের পাড় থেকে ধান আনতে গিয়ে বজ্রাঘাতে প্রদিপ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার চর উজিলাব ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত মো. প্রদিপ মিয়া উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব পশ্চিম পাড়া গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে।
বেলাব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে তিনি জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে নদের পাড় থেকে ধান আনতে গিয়েছিলেন মো. প্রদিপ মিয়া। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।