নিজস্ব প্রতিবেদক : নরসিংদী ১-আসন সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হলেন মোঃ ইব্রাহিম ভূঁইয়া। বুধবার (১৪ মে) এমপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে দলটির নীতি নির্ধারনী ফোরাম। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিশ্বস্ত সূত্র।
সূত্র জানায়, মো: ইব্রাহিম ভূইয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নরসিংদী জেলার সাবেক শাখা ব্যবস্থাপক ছিলেন এবং পরবর্তীতে ব্যাংকটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পেশাজীবী শাখা, নরসিংদী জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি নরসিংদী জেলায় ইসলামী ব্যাংকিং সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রাজনৈতিকভাবে, ইব্রাহিম ভূঁইয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন সক্রিয় সদস্য এবং পেশাজীবী শাখার মাধ্যমে দলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি নরসিংদী সদর আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, যা তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা এবং নেতৃত্বের স্বীকৃতি। তাঁর পেশাগত এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে নরসিংদী জেলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।