1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

ঘোড়াশালে ভাড়াটিয়া স্বামী-স্ত্রীর ঝগড়া, আগুনে পুড়ল ৫টি কক্ষ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৭২ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পলাশে অগ্নিকাণ্ডে একটি টিনশেড বাড়ির ৫টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৯ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের আলতাব মিয়ার ভাড়া দেওয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ শনিবার (১০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আলতাব মিয়া।

পলাশ ফায়ার সার্ভিস ও বাড়ির মালিকের স্ত্রী মিলি জানান, ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে একটি টিনশেড বাড়ির ৫টি কক্ষ ভাড়াটিয়াদের ভাড়া দেওয়া হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এই ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরই মধ্যে পুড়ে য়ায় ৫টি কক্ষ।

বাড়ির মালিকের স্ত্রী মিলি জানান, আমরা প্রতিবেশি জরি নামে এক নারীর কাছ থেকে জানতে পেরেছি ভাড়াটিয়া শাহিন তার স্ত্রীর সাথে ঝগড়া করে এ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তার স্ত্রীর ঘটনার সময় বেড়াতে গেলেও তার স্বামী শাহিন সাথে যায়নি।অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে যাওয়ার পর শাহিনকে পাওয়া যায়নি। তার স্ত্রীর সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি জানান, যদি স্বামী অগ্নিকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও পদক্ষেপ নিবো।

মিলির স্বামী আলতাব জানান, জরি নামে প্রতিবেশী এক নারীও এ অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করছি।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২টি ইউনিটের চেষ্টায় ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এ আগুনে বাড়ির পাঁচটি কক্ষ আগুনে পুড়ে যায়। এতে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আরও ৫ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ আগুন কেউ লাগিয়ে দিয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT