সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলায় ১ম ব্যাচের সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ মে) বিকেল ৪টায় ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড নরসিংদী শাখার আয়োজনে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ সনদপত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনের সনদপত্র গ্রহণ করেন নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের মোশাহিত এনাম রাহুল।
জানা যায়, এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণ-তরুণীর মধ্য থেকে মোশাহিত এনাম রাহুল তার অসাধারণ পারফরমেন্স ও ট্রেনিং চলাকালীন সময়ে সর্বোচ্চ ইনকাম করে প্রথম স্থান অর্জন করেন। তিনি মূলত ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খাতে দক্ষতা প্রদর্শন করে এবং ৩ মাসে সর্বোচ্চ ইনকাম করে প্রশিক্ষকদের নজর কাড়েন।
অনুষ্ঠানের গেস্ট অফ অনার, নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামিম বলেন, রাহুলের মত সৎ সাহসী এবং পরিশ্রমী যুব-রাই সহজেই স্বাবলম্বী হতে পারে। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করি।
মোশাহিত এনাম রাহুল বলেন, এই সফলতার পেছনে সবচেয়ে বেশি অবদান আমার আম্মা এবং আমার স্যার ডাঃ সাইফুল ইসলাম সোহাগের। তাদের দোয়া, সাহস এবং সঠিক পরামর্শে আজকে আমি এই অবস্থানে।
তিনি আরো বলেন, “এই প্রশিক্ষণ শুধু নতুন কিছু শিখার সুযোগই দেয়নি, বরং আমার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের লক্ষ্যকে আরও দৃঢ় করেছে। প্রথম স্থান অর্জন করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ।”
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও পরিদর্শক মোঃ আঃ হামিদ খান। আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক মো: মোখলেছুর রহমান, ডেপুটি কোর্ডিনেটর মনিরুল ইসলাম, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আশিকুর রহমান।